চিন থেকে ভারতে সরে আসছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং হাব, ব্যাপক চাপে চিন

Mysepik Webdesk: একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ব্যবসায়িক ক্ষেত্রে চিনকে ফের চাপে ফেলে দিয়েছে ভারত। এতদিন পর্যন্ত ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে চিনের হাতে থাকা নিজেদের একচেটিয়া ক্ষমতা এবার খর্ব হতে চলেছে ভারতের হাত ধরেই। এবার চিনকে জোর টেক্কা দিতে চলেছে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস। কেন্দ্রীয় সরকারের দাবি, ইলেক্ট্রনিক্স প্রোডাক্টসের ম্যানুফ্যাকচারিং করতে ভারত দ্রুত গতিতে কাজ করে চলেছে। তাই ধারণা করা হচ্ছে আগামী দিনে ভারত মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং-এ বিশ্বে একটা বড়োসড়ো জায়গা দখল করতে চলেছে।
আরও পড়ুন: কৃষক বন্ধে গাজিপুর-গাজিয়াবাদ (দিল্লি-ইউপি) সীমান্তে কৃষক সংগঠনগুলির বিক্ষোভ অব্যাহত

ইন্ডিয়ান সেলুলর এন্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোশিয়েশনের মতে, আগামী ২০২৬ সালের মধ্যে ৮ লক্ষ কোটি টাকার মাদারবোর্ড প্রস্তুত করতে পারবে ভারত। ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই কাজের জন্য সরকারী সাবসিটির প্রয়োজন। বর্তমানে ভারতে প্রায় ২ লক্ষ কোটি টাকার মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবলেটসে ব্যবহৃত মাদারবোর্ড বানানোর ইন্ডাস্ট্রি রয়েছে। কিন্তু ২০২৬ সালের মধ্যে সেটা ৬ লক্ষ ৪০ হাজার কোটি টাকার করার লক্ষ্যে রয়েছে ভারত। এতদিন পর্যন্ত বিভিন্ন দেশ যেমন চীন এবং ভিয়েতনাম থেকে মাদারবোর্ড আমদানি করত ভারত। তবে এবার নিজেদের দেশে প্রস্তুত করা মাদারবোর্ড গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রয়েছে ভারত।