ঈদেই আসছে ভাইজানের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে’

Mysepik Webdesk: অবশেষে মুক্তি পেতে চলেছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। শনিবার সকালে নিজেই টুইট ছবি মুক্তির দিন ঘোষণা করলেন বলিউডের ‘ভাইজান’। ছবির পোস্টের টুইট করে সালমান খান লিখেছে, ‘কথা দিয়েছিলাম, ঈদেই আসব..কারণ একবার আমি যখন…’। বোঝাই যাচ্ছে তিনি কি বলতে চেয়েছেন।
আরও পড়ুন: আয়নার সামনে বদলাচ্ছেন অন্তর্বাস, সুপার মডেলের ছবি ভাইরাল নেট দুনিয়ায়

দীর্ঘদিন ধরে ‘রাধে’র মুক্তি নিয়ে একটি সমস্যা চলছিল। কারণ একটাই ওটিটি না প্রেক্ষাগৃহ। এই ছবির মুক্তি নিয়ে চিত্র প্রদর্শকেরা সালমানকে চিঠিও লিখেছিলেন যাতে ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি পায়। কারণ অনেকেই মনে করছেন লকডাউনে বক্স অফিসের যে লোকসান হয়েছে তা ফের সালমানের ছবির হাত ধরেই সাচ্ছন্দে ফিরতে পারে। তাঁদের নিরাশা করেননি সালমান। তাই তো ভাইজানের কথা মতোই আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।
আরও পড়ুন: রণবীরকে চোখে হারাচ্ছেন আলিয়া
রাধে ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এই ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দিশা পাটানিকে। সেই সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডাকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছন জ্যাকি শ্রফ।