সম্প্রীতির নজির! বাবার দেওয়া কথা রাখতে পৈতৃক জমি শিব মন্দিরকে দান করল মুসলিম পরিবার

Mysepik Webdesk: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল মীরাটে। প্রায় ৫০ বছর আগে বাবার দেওয়া কথা রাখতে এক মুসলিম পরিবার শিব মন্দিরকে নিজেদের পৈতৃক জমি দান করল মুসলিম পরিবার। ২৫ বছর আগে মৌখিকভাবে দান করা সেই জমিতেই নির্মাণ করা হয় শিব মন্দির। তবে তাদের এই পৈতৃক জমি এবার খাতায় কলমে এই শিব মন্দিরের নামে করে দেওয়া হয়।
আরও পড়ুন: ‘ফেলুদা’ কিটের মাধ্যমে মাত্র ৫০০ টাকায় ঘরে বসেই করুন করোনা পরীক্ষা, যুগান্তকারী আবিষ্কার বাঙালির

প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালে বলিউড অভিনেতা কাসিফ আলীর দাদু নিজেদের প্রায় ২০০ গজ জমি পৈতৃক জমি শিব মন্দিরকে মৌখিকভাবে শিব মন্দিরকে দান করার কথা বলেছিলেন। কাসিফ আলীর কাকা হাজী অসীম আলী তাঁর পিতার কথা রাখতে জমি দান করলেন। এই ঘটনায় সর্বজনের প্রশংসা কুড়িয়েছে এই মুসলিম পরিবার। শুধু তাই নয়, মন্দির কমিটির লোকজনও তাদের এই দানের প্রশংসা করেছেন।