রিয়ার বাড়ি তল্লাশি করে দেড় কেজি চরস উদ্ধার করল NCB

Mysepik Webdesk: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে নেমে তদন্তকারীরা বলিউডের মাদকযোগের সন্ধান পেয়েছেন। তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সুশান্তের সর্বশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান-সহ একাধিক বলিউডের প্রথম সারির তারকাদের জেরা করেছে নার্কোটিক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা। এবার এক চাঞ্চল্যকর তথ্য জানাল NCB -র আধিকারিকরা।
NCB জানিয়েছে, রিয়ার বাড়ি তল্লাশি করে প্রায় দেড় কেজি ওজনের চরস উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, রিয়া ও শৌভিক দু’জনেই মাদকচক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তবে সুশান্তও নিয়মিত মাদক সেবন করতেন। এদিকে জেরার মুখে সুশান্তের মাদক সেবনের কথা স্বীকার করেছেন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরও। সুশান্তের ফার্ম হাউস থেকেও বেশ কিছু মাদকযোগের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তবে সারা জানিয়েছেন, তিনি সুশান্তের ফার্ম হাউসে গেলেও, কখনও মাদক নেননি। NCB জানিয়েছে, তাদের নজরে বলিউডের আরও কয়েকজন প্রভাবশালীর নাম রয়েছে, যাদের শীঘ্রই জেরা করা হবে।