Mysepik Webdesk: মাদককাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বলিউডের মাদককাণ্ডের জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার খোঁজে এবার বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পাণ্ডের বাড়িতে হাজির হয়েছেন NCB -র আধিকারিকরা। বেশ কিছুক্ষন তল্লাশি করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে অনন্যার ব্যবহৃত মোবাইল ফোন। বুধবার অনন্যাকে দুপুর ২ টোর সময় এনসিবির দফতরে হাজিরাার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করে ফিরতেই শাহরুখের বাড়িতে হানা NCB -র
প্রসঙ্গত, চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বেস্ট ফ্রেন্ড বলেই পরিচিত বলিউডে। এদিন সকালে মুম্বইয়ের খারে অনন্যার বাড়ি থেকে বেরিয়েই NCB -র আধিকারিকরা পৌঁছে যান শাহরুখ খানের বাড়িতে। সেখানে গিয়েও কিছুক্ষন তাঁরা আরিয়ানের ঘরে তল্লাশি চালান। আরিয়ানের ব্যবহৃত কিছু ইলেকট্রনিক্স গেজেড তাঁরা তাঁদের সঙ্গে নিয়ে আসেন তদন্তের স্বার্থে।
আরও পড়ুন: খারিজ হয়ে গেল আরিয়ান খানের জামিনের আবেদন
মুম্বইয়ে ছেলের সঙ্গে এদিন সকালে আর্থার রোড জেলে দেখা করতে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর ১৭ দিন পেরিয়ে গিয়েছে। এতদিন পর এই প্রথমবার তিনি আরিয়ানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন, তাও মাত্র ২০ মিনিটের জন্য।পুত্রের সঙ্গে দেখা হলেও তিনি সরাসরি আরিয়ানের সঙ্গে কথা বলতে পারেন নি। ইন্টারকমে শারুখের সঙ্গে আরিয়ানের কথাবার্তা হয়। দু’জনের মাঝে ছিল কাঁচের দেওয়াল। ২৬ অক্টোবর ফের একবার আরিয়ানের জামিনের শুনানি রয়েছে।