শান্তিতেই কলকাতায় ভোট, দায়িত্ব নিয়েই আশ্বাস দিলেন নতুন পুলিশ কমিশনার

Mysepik Webdesk: কলকাতা পুলিশ কমিশনারের পদে যোগ দিলেন সৌমেন মিত্র। এদিন দুপুর বেলা লালবাজারে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দিলেন প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সমস্ত মিডিয়া এবং সবাইকে শুভেচ্ছা জানালেন নবনিযুক্ত কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। এদিন পুলিশ আধিকারিকদেরও তিনি তাঁর শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: ৬০ পেরোলেই রাজ্যের ক্রীড়াবিদরা মাসে হাজার টাকা পেনশন পাবেন: মমতা

দায়িত্বভার গ্রহণ করেই শহরবাসীকে তিনি ভোটের বিষয়ে আশ্বস্ত করেন। শহরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেক শহরবাসী যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করতে আমরা সবরকমের চেষ্টা করব।” তিনি আরও বলেন, “শুধু অপরাধীকে গ্রেফতার নয়, বরং তার শাস্তিও সুনিশ্চিত করতে আমরা চেষ্টা করব। শহরকে বিপন্মুক্ত করার কাজ চালিয়ে যাবে কলকাতা পুলিশ। এমনিতে দক্ষ হাতেই শহরকে নিরাপদ রাখার কাজ করে বাহিনী। এই বিষয়টিকে আরও জোরদার করার দায়িত্ব আমার।”
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে মানুষের থেকে রাজনীতির দাম বেশি : ফিরহাদ হাকিম
কলকাতা ভোট প্রসঙ্গে তিনি জানান, “আমি নিশ্চিত নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনেই ভোট হবে। এছাড়াও পুলিশ যাতে আরও দক্ষ, আরও পেশাদার হয়ে ওঠে সে বিষয়ের উপর আগামী দিনে বাড়তি নজর থাকবে।”