নতুন প্রজাতির করোনাভাইরাস, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে সমস্ত ফ্লাইট বন্ধ করল ভারত

Mysepik Webdesk: জিনের পরিবর্তন ঘটিয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা আগের থেকে আরও ৭০ শতাংশ বেশি। সেই কারণে লন্ডন-সহ ব্রিটেনের বিস্তৃত অঞ্চল জুড়ে ফের জারি হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত ফ্লাইট বন্ধ করল ভারত। পাশাপাশি যারা ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ব্রিটেন থেকে ভারতে আসবেন, তাঁদের বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে।
আরও পড়ুন: কাশ্মীরে ফের চালু রেশম গুটির মার্কেট

এ দিন স্বাস্থ্য মন্ত্রকের একটি জয়েন্ট মনিটারিং গ্রুপের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের পর পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা আবহে লকডাউনের পর পুরোদস্তুর বিমান পরিষেবা এখনও চালু হয়নি। তার মধ্যেই ব্রিটেনে করোনা সংক্রমণের নতুন করে আতঙ্ক ছড়ানোয় আপাতত সেই দেশের সঙ্গে যাতায়াত বন্ধ করল ভারত। তবে এই নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান, গোটা বিষয়টার ওপর লক্ষ রাখছে কেন্দ্রীয় সরকার।