Mysepik Webdesk: আজ দুপুর ১২টায় শুরু হবে আইপিএলে মেগা নিলাম। নিলামে ভারত-সহ বিশ্বের অনেক ক্রিকেটারেরই থাকবেন। বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে সকাল ১১টার মধ্যে নিলামে পৌঁছতে বলেছে। নিলামের একদিন আগে, বিসিসিআই তালিকায় আরও ১০ জন খেলোয়াড়কে যুক্ত করেছে। তাই নিলামে অংশ নেওয়া খেলোয়াড়ের সংখ্যা ৫৯০ থেকে বেড়ে এখন ৬০০ হয়েছে।
তালিকায় যোগ হওয়া খেলোয়াড়রা হলেন অ্যারন হার্ডি, ল্যান্স মরিস, নিভেথান রাধাকৃষ্ণান, অগ্নিবেশ আয়াচি, হার্দিক তামর, নীতীশ কুমার রেড্ডি, মিহির হিরওয়ানি, মনু কুমার, রোহন রানা, সাইরাজ পাতিল। হার্ডি, মরিস এবং রাধাকৃষ্ণান অস্ট্রেলিয়ার, বাকিরা ভারতীয়। এখন নিলামে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে।
আরও পড়ুন: ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত বাঙালি টেবিল টেনিস কোচ সৌম্যদীপ রায়

নতুন খেলোয়াড়দের মধ্যে নীতীশ কুমার রেড্ডি একজন অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে তাঁকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হয়েছিল। এর আগে খবর ছিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কে নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ক্রিকবাজকে বলেছিলেন, বিশ্বকাপ জয়ী দলের শুধুমাত্র ‘যোগ্য’ অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের নামই বিবেচিত হয়েছে।