সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা, পরিবর্তন হচ্ছে ই-পাশের নিয়ম, জানুন বিস্তারিত

Mysepik Webdesk: কলকাতা শহরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রোরেল পরিষেবা। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ধাপে ধাপে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও। তবে বর্তমানে শুধুমাত্র ই-পাশের ওপরেই ভিত্তি করে পরিষেবা দেওয়া হচ্ছে। মেট্রোরেল সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে আরও বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। বর্তমানে যেখানে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় মেট্রো পরিষেবা, সেখানে সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে। পাশাপাশি বেশকিছু নিয়মের বদল করা হচ্ছে ই-পাসের ক্ষেত্রেও।
আরও পড়ুন: রাজ্যে কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে দ্বিতীয় ডোজ নিলেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

বর্তমানে নোয়াপাড়া বা দমদম থেকে রাত ৯টায় শেষ মেট্রো ছাড়ে। তবে সোমবার থেকে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২৫ মিনিটে। দমদম থেকে ওই মেট্রোটি ছাড়বে সাড়ে ৯টায়। এর পাশাপাশি সোমবার থেকে আরও ১৪টি বেশি অতিরিক্ত মেট্রো চলাচল করবে। ফলে বর্তমানে যেখানে ১৯০টি মেট্রো চলাচল করে, সোমবার থেকে তা বেড়ে হবে ২০৪ টি। এছাড়াও মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ই-পাসের ক্ষেত্রে সকাল সাতটা থেকে আটটা এবং রাত আটটার পরে মেট্রোতে সফর করলে কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না। এছাড়াও ষাটোর্ধ বৃদ্ধ ও ১৫ বছরের কমবয়সি এবং মহিলাদের জন্য সারাদিনই কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না। তবে এখনই কোনও টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না।