Mysepik Webdesk: আরও একজন ওমিক্রন আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে। এই নিয়ে দেশে প্রাপ্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে মিলল আরও এক আক্রান্তের হদিস। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন একথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি তানজানিয়া থেকে দিল্লি ফিরেছিলেন। বর্তমানে তিনি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: নাগাল্যান্ডে ‘ভুলবশত’ হত্যা সাধারণ নাগরিকদের, নির্দেশ তদন্তের, শোকপ্রকাশ শাহের
এছাড়াও তাঁর সংস্পর্শে আসা আরও ১৬ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে তা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। এখনও ফলাফল আসেনি। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “এখনও পর্যন্ত জয়প্রকাশ হাসপাতালে মোট ১৭ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনের জিনোম সিকোয়েন্সিং করা সম্ভব হয়েছে। এঁদের মধ্যে এক জনের শরীরে ওমিক্রন প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের বিমান পরিষেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। করোনা আক্রান্ত দেশগুলির সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা উচিত।”