ভারতে বাড়ছে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা, কলকাতায় ১

Mysepik Webdesk: নতুন করে ভারতে আরও ১৪ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের অস্তিত্ব। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিল্লিতে ১৪ জন, কল্যাণীতে ৭, পুণেতে ৫০, সিসিএমবিতে ১৫, আইজিআইবিতে ৬ সহ মোট ১০৭টি স্যাম্পেলের পরীক্ষা করা হয়েছে ৷ সেগুলির মধ্যে দিল্লিতে ৮, কলকাতায় ১, পুণেতে ১, NIMHANS -এ ৭, সিসিএমবি-তে ২, আইজিআইবি-তে ১ সংক্রমণিত পাওয়া গিয়েছে ৷
আরও পড়ুন: কৃষকদের দাবি মানা না হলে নতুন বছরের জানুয়ারিতে ফের একবার অনশনে বসবেন আন্না হাজারে

এর আগে মঙ্গলবার দেশে মত ৬ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছিল। জানা গিয়েছে, এই নতুন প্রজাতির স্ট্রেনের আগের চেয়ে আরও ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে। ফলে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা আরও অনেক বেশি। ফলে এই ধরণের করোনাভাইরাস ছড়িয়ে পড়লে তা আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত ১৪ জন ব্রিটেন থেকে ফিরেছেন। তাঁদেরকে আলাদা করে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে।