আপাতত বসছে না বাকি দুটি স্টেন্ট, বুধবার বাড়ি ফিরতে পারেন মহারাজ

Mysepik Webdesk: সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। স্বনামধন্য হার্ট সার্জেন্ট দেবী শেট্টির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা উডল্যান্ড হাসপাতালের হার্ট চিকিৎসকরা। এ দিনও চিকিৎসকরা সৌরভের স্বাস্থ্যের বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়

এ দিন মেডিকেল বুলেটিনে তাঁরা জানান, জুম ভিডিও কলে দেবি শেট্টি, রমাকান্ত পান্ডে-সহ আরও সাতজন যোগদান করেন। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক স্য়ামুয়েল ম্য়াথিউ। সেই মিটিংয়েই স্থির হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সৌরোভের যে প্রাথমিক চিকিৎসা হয়েছে তা একেবারেই সঠিক। তাঁর ক্ষতিগ্রস্থ ধমনী স্টেন্ট বসানোর পর যথাযথ কাজ করছে। কিন্তু তাঁর বাকি দু’টি ধমনীতেও স্টেন্ট বসাতে হবে তবে সেটা কিছুদিন পর। আপাতত তাঁকে ছুটি দেওয়া হবে। তবে হাসপাতালের চিকিৎসকরা তাঁর বাড়ি গিয়ে নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করবেন। হাসপাতালসূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার দেবী শেট্টি কলকাতায় আসছেন। তিনি স্বয়ং সৌরভকে পরীক্ষা করে দেখবেন।