গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি টের পাচ্ছেন বঙ্গবাসী

Mysepik Webdesk: গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি টের পাচ্ছেন বাংলার মানুষ। তবে আর বেশিদিন নয়। ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পূজার আগেই বিদায় নিতে চলেছে ঠান্ডা। শীতের বিদায়ের আগে অবশ্য আগামী বৃহস্পতিবার হাড় কাঁপানো কামড় দিয়ে যাবে এবারের শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী দুদিন অব্যাহত থাকবে শীতের ইনিংস। তারপর ধীরে ধীরে ঠান্ডা কমবে।
আরও পড়ুন: শান্তিতেই কলকাতায় ভোট, দায়িত্ব নিয়েই আশ্বাস দিলেন নতুন পুলিশ কমিশনার

এদিকে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। তবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলির সকালের পর আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে সবচেয়ে শীতলতম ফেব্রুয়ারি। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দারুণ শীত উপভোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। তবে আর বেশিদিন নয় ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মাঝখান থেকে বাড়তে থাকবে তাপমান। যদিও সরস্বতী পুজোয় উষ্ণতা বাড়লে থাকবে শীতল আমেজ।