আগামী রবিবার উদ্বোধন হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন, সোমবার থেকে চলবে মেট্রো

Mysepik Webdesk: গত ২৫ বছর আগে কলকাতায় শেষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হিসাবে উদ্বোধন হয়েছিল মহাত্মা গান্ধী রোড সমিত্র স্টেশনটি। তারপর ফের আগামী রবিবার উদ্বোধন হবে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন ফুলবাগান। সোমবার থেকে স্টেশনটি সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। স্টেশনটি উদ্বোধনের সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন পুজোর আগেই স্টেশনটি চালু করার চেষ্টা করবেন তাঁরা। সেইমতো কথা রাখল ইস্ট-ওয়েস্ট মেট্রো।
আরও পড়ুন: উত্তরবঙ্গ সফরকালের তৃতীয় দিনে ‘পথশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
কয়েকদিন আগেই পরীক্ষামূলকভাবে ভূগর্ভস্থ পথে মেট্রো চলাচল শুরু হয়েছিল। এরপর রেলের সেফটি কমিশনার স্টেশনটির অডিট সেরে ফেলেন। এরপরেই স্টেশনটি চালু করার ছাড়পত্র পাওয়া যায়। এরফলে আগামী সোমবার থেকেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলবে মেট্রো।