পেঁয়াজের দাম ৩২ টাকা প্রতি কেজি, বিক্রি করবে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

Mysepik Webdesk: এ বছর দেশজুড়ে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। ভিলেন সেই অকাল বৃষ্টি। ফলে ফলন ভালো হয়নি। সেই কারণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। এবার তিনি জানালেন, বেসরকারি ব্যবসায়ীরা ইতিমধ্যেই বিদেশ থেকে প্রায় ৭ হাজার টন পেঁয়াজ আমদানি করেছেন। এছাড়াও দীপাবলির আগে আরও ২৫ হাজার টন পেঁয়াজ বিদেশ থেকে ভারতে আমদানি করা হতে চলেছে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম হিজবুলের প্রধান কম্যান্ডার ড. সইফুল্লাহ

সম্প্রতি গোয়া সরকার মহারাষ্ট্রের নাসিকের একটি সংস্থার কাছ থেকে ১ হাজার ৪৫ মেট্রিক টন পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভর্তুকি দিয়ে সেই পেঁয়াজ খোলা বাজারে ৩২ টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছে গোয়া সরকার। এর জন্য ৩ লক্ষ রেশন গ্রাহকের কাছে এই পেঁয়াজ বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এভাবেই রেশনের মাধ্যমে বাসিন্দাদের সস্তায় পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে গোয়া সরকার। তবে কবে থেকে পেঁয়াজ বাজারে বিক্রি করা শুরু হবে, তা জানা যায়নি। গোয়া সরকার জানিয়েছে, বিজ্ঞাপন, SMS এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কবে থেকে রাজ্যে পেঁয়াজ বিক্রি করা হবে, তা জানিয়ে দেওয়া হবে।