নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

Mysepik Webdesk: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ম্যাসিওর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অস্থায়ী ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রথমে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরে আরও ২ বছরের জন্য মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের ইমেল মারফত আবেদন করতে বলা হয়েছে। প্রার্থীদের আবেদন sainrc.jobs2020@gmail.com এই আইডি-তে পাঠাতে হবে। ৬.১২.২০২০ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
আরও পড়ুন: টেনিস: জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার এটিপি ফাইনালে উঠলেন ডোমিনিক থিয়েম
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ম্যাসিওর পদের জন্য মোট ৬ জন কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদন করার জন্যে প্রার্থীদের ম্যাসিওর নিয়ে সার্টিফিকেট অথবা অন্য কোনও কোর্স করতে হবে। সেই সঙ্গে তাদের ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মাসিক বেতন হবে ৩৫ হাজার টাকা।
আরও পড়ুন: টিম ম্যানেজমেন্ট যেখানেই ব্যাটিংয়ে পাঠাবে, তার জন্য প্রস্তুত: রোহিত শর্মা
এই বিজ্ঞপ্তি মূলত উত্তরাঞ্চল সোনপত-এর জন্য জারি করা হয়েছে। এই ৬ টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা দেখে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের https://sportsauthorityofindia.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।