Mysepik Webdesk: রাজ্যের বাকি চার পুরসভার ভোট হবে ২২ জানুয়ারি। আগামী মঙ্গলবার, অর্থাৎ কাল থেকে শুরু মনোনয়ন জমা নেওয়া। সামনের বছর ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ৪ জানুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ৬ জানুয়ারি। চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোলে পুরসভা নির্বাচন সংগঠিত হবে ২২ জানুয়ারী। চারটি পুরসভার ভোট হবে এক দফায়। ২৫ জানুয়ারি হবে ওই চার পুরসভার ভোটগণনা। সোমবার থেকেই কার্যকর হচ্ছে আদর্শ আচরণবিধি। তবে হাওড়ার ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি কমিশন।
আরও পড়ুন: বাংলায় নিযুক্ত হলেন লোকায়ুক্ত, বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন বিচারপতির নাম চূড়ান্ত
সোমবারই সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, “রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ওপর ভিত্তি করে চারটি পুরনিগমের ভোটের দিন ঘোষণা করা হয়েছে। হাওড়া নিয়ে অবস্থান স্পষ্ট করেনি রাজ্য। তাই হাওড়া পুরনিগমের ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” জানা গিয়েছে, পুরনিগমের সব বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে। তবে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী বছরের ৪ জানুয়ারি যে চারটি পুরনিগমে ভোট হবে, সেখানকার পুলিশ কমিশনার এবং জেলাশাসকদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।