Mysepik Webdesk: এবার সাধারণতন্ত্র দিবসের প্যারেড সকাল ১০টার পরিবর্তে আধ ঘণ্টা দেরিতে অর্থাৎ সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে। ২৬ জানুয়ারি দিল্লিতে কুয়াশার পূর্বাভাসের কারণে প্রতিরক্ষা মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। এবারের সাধারণতন্ত্র দিবসে টানা দু’বছর কোনও বিদেশি প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হিসেবে ২৮টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছিল। তবে বিশ্বব্যাপী ওমিক্রনের দাপটের কারণে এবছরও আমন্ত্রণ জানানো হয়নি কোনও বিদেশি অতিথিদের।
আরও পড়ুন: মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিস্ফোরণ, মৃত ৩
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। তাই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ দেখতে মাত্র ২৪ হাজার মানুষকে আসতে দেওয়া হবে। এর মধ্যে ১৯ হাজার জন আমন্ত্রণপত্রের মাধ্যমে অতিথি হয়ে আসবেন। সাধারণ জনগণের মধ্যে মাত্র ৫ হাজার জনকে প্রবেশের সুযোগ দেওয়া হবে। কুচকাওয়াজ দেখার জন্য এই ৫ হাজার মানুষকে টিকিট কিনতে হবে। গত বছরও, করোনার কারণে রাজপথে মাত্র ২৫ হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ২০২০-র ২৬ জানুয়ারি প্রায় ১.২৫ লক্ষ মানুষ রাজপথে কুচকাওয়াজ দেখতে এসেছিলেন।