বদলে গেল বাইক চালানোর নিয়ম, বাইক আরোহীদের যা অবশ্যই জেনে রাখা প্রয়োজন

Mysepik Webdesk: সড়ক দুর্ঘটনা কমিয়ে ফেলার লক্ষ্যে গাড়ির নকশার কিছু কিছু পরিবর্তন করার পাশাপাশি বিভিন্ন নিয়মের পরিবর্তন করেছে সড়ক পরিবহণ মন্ত্রক। কার্যকর করা হয়েছে বেশ কিছু নতুন বিধিও। সেই নতুন নির্দেশিকার আওতায় এবার বাইক আরোহীদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। জানানো হয়েছে বাইকের পিছনে বসে যাত্রা করার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে। আসুন জেনে নেওয়া যাক নতুন নিয়মগুলি কী কী।
আরও পড়ুন: লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে এই ব্যাঙ্কের, জানুন কীভাবে ফেরত পাবেন টাকা

নতুন নিয়ম অনুযায়ী, বাইকের পেছনের সিটের দুপাশে হ্যান্ড হোল্ড থাকা বাধ্যতামূলক। এতে পেছনে বসা যাত্রী সহজেই যাতে সেটি ধরে নিরাপদে বসতে পারে। হটাৎ করে বাইক ব্রেক কষলে যাতে পেছনে যাত্রী পড়ে না যান, সেকারণেই এই ব্যবস্থা করা হয়েছে। বাইকের পেছনে কোনও হালকা বাক্স কিংবা কন্টেনার রাখতে হবে যার দৈর্ঘ্য ৫৫০ মিমি, প্রস্থ ৫১০ মিলি এবং উচ্চতা ৫০০ মিলিমিটারের বেশি হবে না। সেই কন্টেন্টের বাইকের পেছনের সিটের ওপর রাখা হলে সেক্ষেত্রে ওই বাইকে কেবলমাত্র চালকই বসতে পারবেন, অন্য কেউ বসতে পারবেন না।