Mysepik Webdesk: রাজ্যে কাল, অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ক্লাস। প্রথম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস হবে স্কুলেই। রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মঙ্গলবার নবান্ন থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রায় ২ বছর পর খুলছে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুল। এক্ষেত্রে পড়ুয়াদের স্কুলে আসার সময় মানতে হবে একাধিক বিধিনিষেধ। স্কুল খোলার দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে নয়া বিধিনিষেধ কার্যকরী হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল
নবান্ন থেকে জানানো হয়েছে, প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে কীভাবে ক্লাস হবে তার গাইডলাইন দেবে প্রাথমিক বোর্ড এবং উচ্চ প্রাথমিক স্কুলের ক্ষেত্রে তা জানাবে মাধ্যমিক বোর্ড। ক্লাস শুরু করার প্রস্তুতি নিতে আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন। স্কুল পরিস্কার ও স্যানিটাইজেশন-সহ যাবতীয় কাজ আজই সেরে ফেলতে হবে। ১৬ তারিখ থেকে পড়ুয়াদের মিড-ডে মিল দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। এ দিকে, যে সমস্ত স্কুলে হোস্টেল রয়েছে, প্রয়োজন হলে সেগুলিও খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য়ের প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে।