আজ থেকে খুলছে স্কুল, মানতে হবে এই সমস্ত নিয়মাবলী

গত বছর অক্টোবর মাসেই স্কুল খোলার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই সময় পুজোর মরসুম থাকার জন্য এবং করোনার বাড়বাড়ন্ত থাকার জন্য স্কুল খোলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছিলো রাজ্য সরকার। তবে এবার করোনার সেই বাড়বাড়ন্ত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই এবার রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ থেকে খুলছে সব স্কুল। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে শুরু হচ্ছে স্কুলে পঠন-পাঠন। তবে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরও স্কুলে আসার অনুমতি দেওয়া হবে। কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হলে মানতে হবে একাধিক নিয়মাবলী। এই সংক্রান্ত ৫০ পাতার একটি নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: তৃণমূল থেকে পদত্যাগ করলেন দীনেশ ত্রিবেদী

১) নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন প্রক্রিয়া চালু হতে চলেছে।
২) দুই বা ততোধিক বিভাগে বিভাজিত হয়ে ক্লাস করাতে হবে ছাত্র ছাত্রীদের।
৩) শিক্ষক-শিক্ষিকা মন্ডলী থেকে শুরু করে ছাত্রছাত্রী এমনকি প্রতিটি নন টিচিং স্টাফদের মাস্ক ব্যাবহার করতে হবে।
৪) ছাত্রছাত্রীদের প্রাকটিক্যাল ও থিওরি উভয় ক্লাসই বলবৎ থাকছে।
৫) সমস্ত স্কুল পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্ন করতে হবে।
৬) প্রত্যেক পড়ুয়াকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সেই কারণেই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় ব্যাবহার করতে হবে ছাতা, যা পারস্পরিক দূরত্বকে মান্যতা দেবে।
৭) স্কুলে একে অন্যের জল খাওয়া যাবে না।
৮) বিদ্যালয় প্রাঙ্গণে খেলা বন্ধ। থাকছে সামাজিক স্লোগান লেখার প্রতিযোগিতা ও কুইজ কনটেস্ট।
৯) ছাত্র-ছাত্রীদের মধ্যে পঠন পাঠন সংক্রান্ত সামগ্রী ভাগাভাগি করার ওপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
১০) বিদ্যালয়ে রাখতে হবে আইশলেশন বিভাগ। তাছাড়াও কোনো ছাত্র-ছাত্রীর সর্দি, কাশি, জ্বর হলে তার স্কুলে না আসার জন্য নির্দেশিকা রয়েছে।
১১) বর্তমান প্রেক্ষাপটে কোনো ক্লাস যেন শিক্ষক বা শিক্ষিকাহীন না থাকে তার জন্যও বিশেষ নজরদারি থাকছে।
১২) স্কুল খোলার আগে স্কুলের পরিচালন সমিতি, প্রধান শিক্ষকের সঙ্গে জেলা শাসক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিং আবশ্যিক এবং জেলা শাসকের পক্ষ থেকে স্কুল খোলার যাবতীয় নিয়মাবলী সম্পর্কে স্কুলকে অবগত করা হবে।
১৩) একাধিক পড়ুয়াকে মনিটর করা হতে পারে শ্রেণীকক্ষে।
১৪) ছাত্র-ছাত্রীদের একাধিক ইউনিফর্ম ব্যাবহার করার ও নির্দেশনা দেওয়া হয়েছে।
১৫) স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে হ্যান্ড সেক, আলিঙ্গন এর বিরুদ্ধে জারি রয়েছে বিধি নিষেধ।
আরও পড়ুন: করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

এছাড়াও স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা রয়েছে ডি আই এবং এস আই নিয়মিত স্কুল পরিদর্শন করবেন এবং স্কুলে বসাতে হবে মেডিক্যাল ক্যাম্প। বিশেষ প্রয়োজনে অভিভাবকরা পরামর্শ করতে পারবেন কোনো সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মীদের সঙ্গে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘”কলেজগুলিতে বিভিন্ন দফতর খোলাই রয়েছে। অনলাইনে নেওয়া হচ্ছে সেমিস্টারের পরীক্ষা। বুধবার আমরা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনা করে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাঁদের পরামর্শ নেব।”