তিনটি বড় বড় হ্রদের সন্ধান মঙ্গলে, জোরালো হচ্ছে জল থাকার সম্ভাবনা!

Mysepik Webdesk: মঙ্গলগ্রহে জলের সন্ধানে দীর্ঘদিন ধরেই চলে আসছে গবেষণা। তবে মঙ্গলে জল আছে না নেই সেই সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলতে পারেন নি। তবে বেশ কয়েকটি প্রমান সম্প্রতি বিজ্ঞানীদের হাতে এসেছে যা মঙ্গলে জল থাকার জোরালো প্রমান দেয়। গত দু’বছর আগে বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে একটি রিজার্ভয়ার আবিষ্কার করেছিলেন। ফের মঙ্গলে আরও ৩টি হ্রদের সন্ধান পেলেন তাঁরা।
আরও পড়ুন: ডেটা চুরির অভিযোগে গুগল প্লে স্টোর থেকে সরানো হল ১৭ টি অ্যাপ, আপনার মোবাইলে নেই তো?
সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলে নোনা জলের হ্রদের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মঙ্গলের মাটির তলায় সেই হ্রদগুলি সুপ্ত অবস্থায় রয়েছে। ওই গবেষণাপত্রের লেখক এলেনা পেত্তিনেল্লি জানিয়েছেন, “আমরা একই রকম ওয়াটার বডির সন্ধান পেয়েছিলাম মঙ্গলে, খুবই জটিল সিস্টেম।” জানা গিয়েছে ওই হ্রদগুলি প্রায় ৭৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও সবচেয়ে বড় লেকটির আয়তন প্রায় ৩০ কিলোমিটার।
আরও পড়ুন: একসঙ্গে দু’টো চাঁদ দেখা যাবে আকাশে! আগামী অক্টোবরেই
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই হ্রদগুলি এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে কিনা, তা জানা যায়নি। তবে সেগুলি সক্রিয় থাকলে মঙ্গলে প্রাণ থাকার সম্ভাবনা প্রবল। তবে শুধুমাত্র জল থাকলেই হবে না। সেই জলের তাপমাত্রা, মিশ্রিত রাসায়নিক এসব কিছুর ওপর নির্ভর করবে আসলে ওই জলে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব কিনা।