৮ অক্টোবর থেকে শুরু আই লিগের দ্বিতীয় ডিভিশন

Mysepik Webdesk: ৮ অক্টোবর থেকে শুরু হবে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচগুলি। বলা যায় যে, এখান থেকেই সূচনা হবে নতুন ফুটবল মরশুমের। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এটি ঘোষণা করেছে। আই লিগে জায়গা পাওয়ার জন্য পাঁচটি দল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং কল্যাণী মিউনিসিপাল কর্পোরেশন স্টেডিয়ামে তাদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করবে।
আরও পড়ুন: ইতালিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দো-কানাডীয় জুটি
দ্বিতীয় ডিভিশনে এআরএ এফসি, ভবানীপুর এফসি, গড়ওয়াল এফসি, এফসি ব্যাঙ্গালোর ইউনাইটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব রাউন্ড-রবিন ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে। টেবিলের শীর্ষে থাকা দলটি ২০২০-২১ আই লিগে স্থান পাবে। ফার্স্ট ডিভিশন থেকে দু’টি টিম নেমে যাবে।