লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের ছায়া

Mysepik Webdesk: কোভিড-কালে শ্রীলঙ্কায় চলছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে সেখানে ম্যাচ ফিক্সিংয়ের ছায়া নেমে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর দুর্নীতি দমন শাখা (এসিইউ) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই অভিযোগ অস্বীকার করেছে। একইসঙ্গে আইসিসি জানিয়েছে, যা বলার তদন্তের পরেই তারা বলতে পারবে। দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় বোর্ড ও ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
আরও পড়ুন: সেই ফ্যালফ্যাল করে তাকানোটা রয়েই গেল

লঙ্কা প্রিমিয়ার লিগ দর্শকবিহীন ভাবে ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এলপিএলে পাঁচটি দল রয়েছে। এর মধ্যে রয়েছে কলম্বো কিংস, ক্যান্ডি টাস্কারস, জাফনা স্ট্যালিয়নস, ডাম্বুল্লা হকস এবং গ্যালে গ্ল্যাডিয়েটরস। লিগে মোট ২৩টি ম্যাচ রয়েছে। ১৬ ডিসেম্বর ফাইনাল। উল্লেখ্য যে, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল, মনপ্রীত গণি এবং সুদীপ ত্যাগী সহ অনেক ভারতীয় ক্রিকেটার এলপিএলে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়ে আসা ভারতীয় ক্রিকেটাররাই বিদেশি লিগগুলি খেলতে পারেন।