শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে, ডিসইনফেকশন টানেল ব্যবহার বন্ধ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Mysepik Webdesk: শরীর জীবাণুমুক্ত করতে আর ডিসইনফেকশন টানেল নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী একমাসের মধ্যে ডিসইনফেকশন টানেল বন্ধ করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, এই ধরণের টানেলে ব্যবহৃত অতিবেগুনি রশ্মি ও জীবাণুনাশক রাসায়নিক আখেরে মানুষের শরীরের ক্ষতি করছে।
আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশে হঠাৎ করে গান-বাজনা বন্ধ পানশালায়, রোজগারে টান পড়তে চলে সংগীতশিল্পীদের

গুরসিমরণ সিংহ নারুলা নামে এক আইনের পড়ুয়ার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির সময় এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রকে একথা জানানো হয়েছে। ডিসইনফেকশন টানেলের ক্ষতিকর প্রভাবের কথা জানিয়ে আগামী এক মাসের সময়সীমার মধ্যেই এগুলির ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বর্তমানে দেশে করোনা পরিস্থিতির মধ্যে বহু স্যানিটাইজেশন ও ডিসইনফেকশনের যন্ত্রপাতি বাজারে এসেছে, যা জীবাণু ধ্বংস করবে দাবি করা হলেও আখেরে সেগুলি মানবদেহের ক্ষতি করছে।