Mysepik Webdesk: ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টে দর্শকদের জন্য এসেছে একটি সুখবর। বিশ্বকাপে মাঠে ফিরতে চলেছে দর্শক। ৭০ শতাংশ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইসিসি এবং বিসিসিআই স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। এরপরই সমাধান সূত্র বেরিয়ে আসে। আইসিসির ভারপ্রাপ্ত সিইও জেফ অ্যালার্ডিস তাঁর বিবৃতিতে বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দর্শকদের প্রবেশ এবং নিরাপত্তা প্রদানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দেশের ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট উপভোগ করুন।”
আরও পড়ুন: সবচেয়ে কম বয়সে জুনিয়র বিশ্বকাপে সোনা জিতে ভারতীয় হিসাবে নজির নাম্যা কাপুরের
অন্যদিকে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, “আমি খুশি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। সমর্থকদের স্টেডিয়ামে আসার অনুমতি দেওয়ার জন্য আমরা সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সরকারকে ধন্যবাদ জানাই।” উল্লেখ্য যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ওমান এবং পাপুয়া নিউগিনির মধ্যে ১৭ অক্টোবর ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে। একই দিনে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সুপার-১২’র প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর আবু ধাবিতে। ২৪ অক্টোবর দুবাইয়ে রয়েছে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।