Mysepik Webdesk: বিভিন্ন দেশের অ্যাথলেটরা ইতিমধ্যেই পৌঁছেছেন টোকিও অলিম্পিকের স্পোর্টস ভিলেজে। আর মাত্র একদিন পরেই অর্থাৎ ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক। তবে এরই মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে, শেষ মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে অলিম্পিক। গেমস ভিলেজে জৈব সুরক্ষা বায়ো বলয় ভেদ করে করোনাভাইরাস প্রবেশ করায় আক্রান্ত হয়ে পড়ছেন অ্যাথলেটরা। সেই কারণেই এই মেগা ইভেন্ট বাতিল হয়ে যেতে পারে। অলিম্পিকের মুখ্য অধিকর্তা তোশিরো মুতো-ও এমনটাই আশঙ্কা করেছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টানা নবম দ্বিপক্ষীয় সিরিজ জয় টিম ইন্ডিয়ার

মুতো বলেন, “যে হারে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে তাকে আগামীতে কী ঘটবে তা এখনি বোঝা যাচ্ছে না। আমাদের একটি বিশেষ দল করো না পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রয়োজনে একেবারে শেষ মুহূর্তে বাতিল করতে হতে পারে এই অলিম্পিক।” খোদ অলিম্পিকের মুখ্য অধিকর্তার মুখে এমন কথা শুনে ক্রীড়াপ্রেমীরা দ্বিধাগ্রস্থ যে, আদৌ জ্বলবে তো অলিম্পিকের মশাল? এদিকে জাপানের একটি বড় অংশের মানুষ অলিম্পিক বাতিলের পক্ষে। আর মাত্র একদিন পর এই স্পোর্টস ইভেন্টের জন্য চার বছর অপেক্ষা করে থাকা অ্যাথলেটদের মাঠে নামতে দেখা যাবে কিনা, তা সময়ই বলবে।