রক্তে জল লাল হয়ে উঠেছে তবুও কুঠার দিয়ে বার বার আঘাত করে চলেছে ডলফিনকে, ভিডিও ভাইরাল

Mysepik Webdesk: চরম নৃশংসতা বোধহয় একেই বলে। উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশর প্রতাপগড়ে ঘটেছে এই নৃশংস ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রতাপগড়ের পুলিশ টুইট করে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাঙ্গেয় ডলফিনকে স্থানীয় একদল মানুষ নৃশংস ভাবে আঘাত করে হত্যা করছে। গ্রামবাসীদের মধ্যেই একজন ওই ডলফিনটিকে ধরেছিল। তারপরেই লোক জোর করে সবাই মিলে তাকে ক্রমাগত আঘাত করে হত্যা করে। পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন মৃত ডলফিনটি একটি খাঁড়ির মধ্যে পড়ে রয়েছে। তার শরীরে কুঠারের আঘাতের চিহ্ন।
আরও পড়ুন: আরেকটু হলেই ট্রেনে কাটা পড়তেন, বাঁচানোর পর প্রৌঢ়কে কষিয়ে চড় মারলেন কনস্টেবল, ভিডিও ভাইরাল
ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মিলে ওই ডলফিনটিকে লাঠি দিয়ে ক্রমাগত করে চলেছে। ডলফিনটি রক্তাক্ত হয়ে গেলেও তাকে রেয়াত করা হচ্ছে না। পাশ থেকে কাউকে বলতে শোনা যাচ্ছে, “‘ফালতু মে মার রহে হো ইয়ার” অর্থাৎ শুধুশুধু কেন মারছো বন্ধু। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার কথা স্থানীয় মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে।