উত্তরাখণ্ডের ঋষিগঙ্গার জল বাড়ছে, আপাতত বন্ধ উদ্ধারকার্য

Mysepik Webdesk: গত রবিবার হিমবাহে ফাটল ধরে দেবভূমির চামোলিতে ধেয়ে এসেছিল বিধ্বংসী হড়পা বান। সেই থেকে এখনও পর্যন্ত বহু মানুষ আটকে রয়েছে তপোবন টানেলে। যুদ্ধকালীন প্রস্তুতিতে উদ্ধারকার্য চললেও বৃহস্পতিবার ফের সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল উদ্ধারকার্য। শুধু তাই নয়, আশেপাশের এলাকার মানুষজনকেও এলাকা থেকে সরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ জল বাড়ছে ঋষিগঙ্গার।
আরও পড়ুন: রাষ্ট্রীয় লোকদল কৃষক সম্মেলনের মাধ্যমে রাজস্থানে পা রাখতে চায়!

এটিপিসির প্রোজেক্ট ডিরেক্টর উজ্জ্বল ভট্টাচার্য সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “ড্রিলিং করতে করতে আমরা ৬ মিটার গভীর পর্যন্ত পৌঁছনোর পরে বুঝতে পারি ঋষিগঙ্গার জল বাড়ছে। এই পরিস্থিতিতে আর এগোনো আমাদের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যেত। কারণ পাথর খুব নড়বড়ে হয়ে রয়েছে। তাই পরিস্থিতির দিকে নজর রেখে আমরা সাময়িকভাবে ড্রিলিংয়ের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।”
আরও পড়ুন: মিটেছে ভারত-চিন সংঘাত, দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

আইটিবিপির ডেপুটি ইনস্পেক্টর অপর্ণা কুমার জানিয়েছেন, “দুর্ঘটনার পরে বেশ কয়েক দিন কেটে গেলেও এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। তাদের উদ্ধার করতে লম্বালম্বি ড্রিল করা হচ্ছে। কিন্তু আপাতত নদীর জল বাড়তে থাকায় কাজ বন্ধ করে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।”