মারাদোনার মৃত্যুতে দু’দিনের শোক পালন গোটা কেরলে

Mysepik Webdesk: কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বুধবার বিশ্বকে চিরকালের মতো বিদায় জানিয়েছেন দুর্দান্ত এই লেজেন্ড। এরপর বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ নিজস্ব উপায়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন করছে। ভারতের কলকাতা, গোয়া সহ অনেক জায়গায় ভক্তরা তাঁদের প্রিয় ফুটবলার মারাদোনাকে স্মরণ করছেন।
আরও পড়ুন: গোয়ায় বসতে চলেছে মারাদোনার ৩৫০ কেজি ওজনের মূর্তি

এরই মধ্যে কেরল সরকার মারাদোনার সম্মানে রাজ্যের ক্রীড়া অঙ্গনে বৃহস্পতিবার দু’দিনের শোকও ঘোষণা করেছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ই পি জয়রাজন শোকপ্রকাশ করে বলেন, “মারাদোনার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীরা দুঃখিত। কেরলেও লক্ষ লক্ষ ভক্তরা তাঁদের নয়নের মণি মারাদোনার মৃত্যুসংবাদকে বিশ্বাস করতে পারছেন না। এমন পরিস্থিতিতে রাজ্যের ক্রীড়া বিভাগ বৃহস্পতিবার থেকে দু’দিন শোক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।” উল্লেখ্য যে, বুধবার দিয়েগো মারাদোনার মৃত্যুতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শোকপ্রকাশ করে বলেছিলেন, “বিশ্বজুড়ে মারাদোনার ভক্তরা এই দুর্দান্ত খেলোয়াড়ের অভাব অনুভব করবেন।”