কাঁচি দিয়ে স্ত্রীকে খুন করে মৃতদেহের পাশে বসেই ভিডিও গেম খেললেন যুবক

Mysepik Webdesk: কাঁচি দিয়ে আঘাত করে স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে স্ত্রীর মৃতদেহের পাশে বসেই ভিডিও গেম খেললেন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুরের বিজেএস কলোনিতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে পুলিশ গিয়ে গ্রেফতার করে ওই যুবককে। যুবক তার অপরাধ স্বীকার করেছে।
আরও পড়ুন: চিন থেকে ভারতে সরে আসছে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং হাব, ব্যাপক চাপে চিন

স্থানীয়রা জানিয়েছেন, বিক্রম সিং ও তার স্ত্রী শিব কানোয়ারের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগেই থাকত। সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন শিব কানোয়ার। তাঁর স্বামী বিক্রম সেরকম কোনও কাজই করতেন না। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। জানা গিয়েছে, রবিবার রাত থেকেই স্ত্রীর সঙ্গে দফায় দফায় ঝগড়া করেছিল বিক্রম। শিবকে বেধড়ক মারধর করে একসময় তাকে খুন করে বিক্রম। খুনের পর নিজেই স্ত্রীর আত্মীয়স্বজন ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে রক্তে ভেসে যাচ্ছে মেঝে, আর স্ত্রীর পাশে বসে নির্বিকার চিত্তে ভিডিও গেম খেলছে বিক্রম। পুলিশি তৎপরতাতে মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।