৭৫ পেরোলেই আর দরকার নেই আয়কর রিটার্ন জমা দেওয়ার

Mysepik Webdesk: প্রবীণ নাগরিকদের জন্য ২০২১ সালের বাজেটে বড়োসড়ো ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার থেকে ৭৫ বছর বা তার বেশি বয়সি যাঁরা পেনশন ভোগীদের জন্য আর আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই। শুধু পেনশন ভোগীই নয়, সুদের উপরে নির্ভরশীল ব্যাক্তিদের জন্যও ওই একটি নিয়ম লাগু করা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে। এই ঘোষণার অনেকটাই স্বস্তি দিতে চলেছে প্রবীণ নাগরিকদের।
আরও পড়ুন: বাজেটের দিনে আকাশচুম্বী শেয়ারবাজার

যদিও ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের ক্ষেত্রে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে ছাড়ের দাবি উঠেছিল অনেক আগেই। এবার সেই দাবি পূরণ করলো কেন্দ্রীয় সরকারের বাজেট। যদিও বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, এর ফলে খুব একটা তাঁদের ক্ষেত্রে লাভ হবে না, কারণ ব্যাঙ্ক বা অন্যান্য় ক্ষেত্রে সুদের হার যেভাবে কমছে, তাতে ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা কতটা কর ছাড়ের সুফল অনুভব করবেন, তা এখন থেকে বলা যাচ্ছে না।