‘সুইচ হিট’ খেলায় কোনও ভুল নেই, চ্যাপেলকে জবাব ম্যাক্সওয়েলের

Mysepik Webdesk: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ‘সুইচ হিট’-কে ‘অক্রিকেটীয়’ বলে বর্ণনা করেছেন। তবে গ্লেন ম্যাক্সওয়েল এই শট খেলায় কোনও ভুল দেখেন না এবং সময়ের সঙ্গে ক্রিকেটের অগ্রগতির অংশ হিসাবে এই শটকে বর্ণনা করেছেন। সুইচ হিটের সময় বোলারের রানআপ শুরু করার পরে কোনও ব্যাটসম্যান ডানহাতকে বাঁ-হাতে অথবা বাঁ-হাতকে ডান হাতে ঘুরিয়ে দেন। ম্যাক্সওয়েলকে চ্যাপেলের টিপ্পনী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “এটি খেলার নিয়মের মধ্যে রয়েছে। ব্যাটিং এভাবে বিকশিত হয়েছে। সময়ের সঙ্গে খাপ খাইয়ে যা ভালো থেকে আরও ভালো হয়েছে। এ-কারণেই এমন বিশাল স্কোর গড়া যায় এবং এই লক্ষ্যকে তাড়া করা যায়।”
আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে হঠাৎ পাকিস্তান ফিরলেন আফ্রিদি
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ‘সুইচ হিটিং’ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছিলেন যে, “এমন শট বোলার এবং ফিল্ডিংয়ে থাকা দলের পক্ষে ‘সম্পূর্ণ অন্যায়’। বোলারকে তো আম্পায়ারকেই বলতে হয় যে, সে কোন ধরনের বল করবেন। কিন্তু তবে ব্যাটসম্যান যদি ডানহাতি হয়, তবে বিপক্ষ দলের অধিনায়ককে ফিল্ডিং সেট করতে হয় সেই অনুযায়ী। এরপর যদি সেই ডানহাতি ব্যাটসম্যান বাঁ-হাতিদের মতো খেলে থাকে তবে সেটা ঠিক নয়।”