২০২০ সালে মেডিসিন বিভাগে যৌথভাবে নোবেল সম্মান পেলেন এঁরা

Mysepik Webdesk: ঘোষণা করা হল ২০২০ সালে মেডিসিন বিভাগে নোবেল বিজয়ীদের নাম। তবে একজন নয়, মেডিসিন বিভাগে নোবেল পেলেন একত্রে তিনজন। তাঁরা হলেন মার্কিন বিজ্ঞানী হারভে অল্টার, চার্লস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাফটন। বিরল হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাঁদের হাতে তুলে দেওয়া হল এই সম্মান।
আরও পড়ুন: মিশরে আড়াই হাজার বছর আগের পুরনো মমি উদ্ধার
নোবেল জুরির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, “রক্তের মাধ্যমে সংক্রমিত হেপাটাইটিস সি-র বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার জন্য স্বীকৃতি জানানো হল এঁদের। সারা বিশ্বে হেপাটাইটিসের জন্যে মানুষের মধ্যে সিরোসিস এবং লিভারের ক্যানসার দেখা দিচ্ছে।”