সিঁথি ভর্তি সিঁদুর, সাদা পোশাকে স্বামীর সঙ্গে এই প্রথম প্রকাশ্যে এলেন পুনম পাণ্ডে

Mysepik Webdesk: লকডাউনের মধ্যেই তিনি চুপি চুপি তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন। তারপর একইভাবে অনাড়ম্বরে বিয়েটাই সেরে ফেলেছিলেন তিনি। তাঁদের বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ট আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবরাই নিমন্ত্রিত ছিলেন। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি।
আরও পড়ুন: সুশান্তের বাগান বাড়িতে কখনও সারা আলি খান তো কখনও শ্রদ্ধা কাপুর, চলত দেদার পার্টি
ছবিতে তিনি সদ্য বিবাহিত ভারতীয় নারীদের মতোই হাতে পরেছিলেন চূড়া আর তার সিঁথিতে ছিল সিঁদুর। সাদা ক্রপ টপ পরেছিলেন তিনি। স্যামের পরণে ছিল ডেনিম আর কালো ব্লেজার। কয়েকদিন আগেই তিনি বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বিয়ের দিন পুনমের পরনে ছিল জরির কাজ করা ট্র্যাডিশনাল গাড় বেগুনি ও গোলাপী লেহেঙ্গা। স্যাম বম্বের পরনে ছিল নীল রঙের বন্ধগলা। দু’জন্যেই ম্যাচিং করে পোশাক পরেছিলেন। রিসেপশনের দিন পুনম পরেছিলেন হালকা হলুদ ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্নের ছোঁয়া মেশানো লেহেঙ্গা। সঙ্গে কালো কোট প্যান্ট পরেছিলেন স্যাম।