করোনা রোখার জন্য শরীরে ইমিউনিটি বাড়াতে রাজ্যবাসীকে ঢালাও ফল খাওয়াবে এই রাজ্য

Mysepik Webdesk: করোনা রুখতে অভিনব উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন পুর সংস্থার সব ওয়ার্ড গুলিতে জেলা সদর ও মহকুমা সদরে সপ্তাহে একদিন করে মানুষকে বিনামূল্যে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ও আনারস খাওয়ানো হবে। জানা গেছে, গোটা জুলাই মাস ধরে নগরোন্নয়ান ও গ্রামোন্নয়ন দফতর এই কর্মসূচি পালন করবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি ইন দ্য আরবান এরিয়াজ ইন কোভিড ১৯’।
আরও পড়ুন: করোনা আক্রান্ত কিংবা বয়স ৩৫ বছরের বেশি হলেই বাড়িতে বসে ভোট
শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, সরকারের এই উদ্যোগে মানুষের শরীরে যেমন ইমিউনিটি বাড়বে, ঠিক তেমনি চাষীরাও ন্যায্য দামে সরকারের কাছে তাদের ফসল বিক্রি করতে পারবেন। ওয়ার্ডগুলিতে ঠেলাগাড়ি কিংবা স্টল বানিয়ে ফল বিতরণ করা হবে। প্রসঙ্গত, করোনাকে দূরে রাখতে বিশেষজ্ঞরা মানুষের দৈনন্দিন খাবারে প্রোটিন, ফলমূল, শাকসবজি রাখার পরামর্শ দিচ্ছেন।