পরিবেশ বিষয়ক আলোচনায় এবার পার্লামেন্টে অংশগ্রহণ করবে কঁচিকাঁচারাও, উদ্যোগ UNICEF-এর

Mysepik Webdesk: পার্লামেন্টে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি এবার দেখা যাবে কঁচিকাঁচাদেরও। শুধু প্রবেশাধিকারই নয়, রীতিমতো নিজেদের মতামত পেশ করতেও দেখা যাবে তাদের। পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনাতে অংশ গ্রহণ করতে এবং নিজেদের মতামত প্রকাশ করতে এবার পার্লামেন্টে দেখা যাবে ছোটদেরকেও। তাদের এই অধিকার দিয়েছে UNICEF।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি, ফল প্রকাশ আন্তর্জাতিক সমীক্ষায়

বিশেষজ্ঞদের মতে, চত্বরে দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই সমাজের পাশাপাশি পরিবেশের সুরক্ষার বিষয়েও তাদের কাছ থেকে মতামত নেওয়া প্রয়োজন। সেই কারণেই তাদের কাছ থেকেও এবার পরিবেশের সুরক্ষা বিষয়ক মতামত নেওয়ার জন্য এই অভিনব পদক্ষেপ নিল UNICEF। আগামী ২০ শে নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত বৈঠকে পার্লামেন্টের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবে শিশুরাও। বৈঠকের নেতৃত্বে থাকবেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। পাশাপাশি কীভাবে শিশু দিবস পালিত হবে, সেই বিষয়ে শিশুদের থেকেই মতামত নেওয়া হবে।