এবারে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে ডেকে পাঠাল ইডি

Mysepik Webdesk: এবারে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে। ইডি সূত্রে খবর আগামী ২৫ মার্চ তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে সিবিআই সারদাকাণ্ডে সুরজিত্ কর পুরকায়স্থকে জেরা করেছিল।
আরও পড়ুন: “না আমি কখনওই কোনও মতে বিজেপিতে দাঁড়াচ্ছি না” দিল্লিতে নাম ঘোষণার পরই জানালেন সোমেন-জায়া
বিধানসভা ভোটার আগে রাজ্যের একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করতে গিয়ে একটি পায় ইডি। সেখানে দেখা গিয়েছে সুরজিত্ কর পুরকায়স্থ সারদার একটি অনুষ্টানে হাজির ছিলেন। রাজ্যের প্রাক্তন ডিজি কী কারণে ওই অনুষ্টানে ছিলেন তা জানতে চায় তদন্তকারী অফিসাররা। তাছাড়া সরদার টাকা শেষপর্যন্ত কোথায় পৌঁছছে এবং টাকার হাতবদল কীভাবে হয়েছে তা খতিয়ে দেখছে ইডি।