এবার মানুষের মস্তিষ্কের নিউরোন বিশ্লেষণ করে ফেসবুক বলে দেবে মনের কথা

Mysepik Webdesk: সম্প্রতি দারুন একটি বিষয় নিয়ে গবেষণা করছে ফেসবুক। সেই গবেষণা যদি সফল হয়, তাহলে অদূর ভবিষ্যতে নিউরন বিশ্লেষণ করে সরাসরি মানুষের ভাবনা-চিন্তা সংগ্রহ করে সেগুলিকে অক্ষরে রূপান্তরিত করে দেবে ফেসবুক। ইতিমধ্যেই মানুষের মস্তিষ্কের ভাবনা বোঝার ডিভাইস আবিষ্কার করতে ২০১৭ সালে ঘোষণা করার পর এক বছরের মধ্যে ব্রেন-মেশিন ইন্টারফেস গবেষণায় বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: চন্দ্রযান ২ অভিযানের অরবিটারের তথ্য প্রকাশ ইসরোর

সাধারণত পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সাহায্য করতে পরীক্ষামূলকভাবে মনের কথা লেখার এই প্রযুক্তি আনতে চলেছে ফেসবুক। এই প্রযুক্তিতে মানুষের মস্তিষ্কের সংকেত ডিকোড করে তাকে অক্ষরে রূপান্তর করা হবে। যুক্তরাষ্ট্রের ছোট স্টার্ট-আপ প্রতিষ্ঠান সিটিআরএল ল্যাব রিস্টব্যান্ড এইরকমই একটি ডিভাইস নিয়ে কাজ করছে। বর্তমানে তারা ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের দাবি, এই ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হবে মানব মস্তিষ্ক।