এবারে আঁটোসাঁটো পোশাকে বেবি বাম্প-এর ছবি পোস্ট করলেন নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়

Mysepik Webdesk: সামাজিক বিয়ের আগেই সুখবর নিয়ে হাজির নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই মা হতে চলেছেন পূজা। কয়েকদি আগেই বেবি শাওয়ারের অনুষ্ঠানও হয়েছে। প্রথম সন্তানকে সর্বতভাবে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারকা দম্পতি। চলতি মাসের শেষে কিংবা অক্টোবরের শুরুতেই নতুন সদস্য আস্তে চলেছে তাঁদের পরিবারে।
আরও পড়ুন: মাদক মামলায় দীপিকাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সমন, কড়া আক্রমণের মুখে রণবীর সিং
এই সময়টা দারুণ ভাবে উপভোগ করছেন পূজা। আর হবু সন্তানের মা’কে সমস্তরকম ভাবে প্যাম্পার করছেন স্বামী কুণাল বর্মা।
আরও পড়ুন: সুশান্ত মামলায় NCB দীপিকা পাডুকোন, সারা আলি খান-সহ একাধিক তারকাকে তলব করল
১৫ এপ্রিল ধুমধাম করে তাঁদের বিয়ের পরিকল্পনা থাকলেও করোনার জেরে তা বাতিল করতে হয়েছিল। পূজা জানিয়েছিলেন, করোনাভাইরাসের জের মিটলে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।