এবারে হলিউডে সুপারহিরো ছবিতে ‘দেশি গার্ল’

Mysepik Webdesk: এবারে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে হলিউডে সুপারহিরো ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ‘উই ক্যান বি হিরোস’ নামের সুপারহিরো ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবিতে ভিন্ন লুকে সবার নজর করেছেন প্রিয়াঙ্কা। রবার্ট রড্রিগেজ পরিচালিত ছবিটি আগামী ব্যচর নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: সফল হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমা শোধন, আজ ফের হবে ডায়ালিসিস

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফার্স্ট লুক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে লিখেছেন, ‘ ওহুও! শেষ পর্যন্ত আমরা এখানে! আমরা হিরোস হতে পারি !!! রবার্ট রদ্রিগেজ দ্বারা পরিচালিত ছবিটি নতুন বছরে নেটফ্লিক্সে আসছে !!! ,

তিনি আরও লিখেছেন, ‘ এটি বাচ্চাদের একটি ক্লাসিক। রবার্ট বেশিরভাগ এই ঘরানা ছবি বানিয়েছেন। আমার চরিত্রটির জটিল জগতকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এ বিষয়ে শিগগিরই আরও জানা যাবে ‘
আরও পড়ুন: NCB দপ্তরে হাজিরা দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, সাহসী ভঙ্গিমায় ল্যাবরেটরি থেকে তিনি বেরিয়ে আসছেন। বোঝাই যাচ্ছে, রবার্টের সুপারহিরো সিনেমায় এক সাহসী নারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে ভিনগ্রহবাসীদের আগ্রাসনের কাহিনিও থাকছে।