এবারে কনকনে শীতে সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ

Mysepik Webdesk:আবারও তিনি জানিয়ে দিলেন যে তিনি সর্বদা দরিদ্র, অসহায় পরিবারের পাশে আছেন। এই কনকনে শীত থেকে দরিদ্র পরিবারকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু।
আরও পড়ুন: তুমুল গতিতে ভাইরাল শাহরুখ কন্যার নুতন ছবি

কনকনে ঠান্ডায় কাঁপছে পুরো উত্তর-পূর্ব ভারত। ফলে সেখানকার মানুষজন বিশেষ করে বৃদ্ধদের অবস্থা শোচনীয়। এবার সেই সব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ।
বিকাশ দীক্ষিত নামে এক ব্যক্তি সোনু সুদকে ট্যাগ করে টুইট করেন। যেখানে তিনি জানান, উত্তর প্রদেশের মির্জাপুর ও সনভদ্র নামক দুটি এলাকার প্রায় ২০টি গ্রামের মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে সোনুই তাদের কষ্ট লাঘব করতে পারেন।
আরও পড়ুন: গোলাপি গাউনে কার্যত গ্ল্যামার উপচে পড়ছে করিনার
ওই ব্যক্তির টুইট চোখে পড়ার পরই তাঁর সঙ্গে কথা বলেন সোনু সুদ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে সেখানকার কোনো মানুষকে আর কষ্ট পেতে হবে না। দুঃখ কষ্টে সর্বদা তাদের সাথেই আছেন সোনু সুদ।