এবারে খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে অজগর!

Mysepik Webdesk: অজগরের মাংস খাদ্য তালিকায় যোগ করতে চলেছে যুক্তরাষ্ট্রে! ফ্লোরিডা অঙ্গরাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণিতে পরিণত হওয়া বার্মিজ অজগরের মাংসের নমুনা নিয়ে ইতিমধ্যেই একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। ল্যাবরেটরি থেকে নিরাপদ ছাড়পত্র মিললেই ফ্লোরিডার হোটেল রেস্টুরেন্টের খাবার মেন্যুতে দেখা যাবে অজগরের মাংস।
আরও পড়ুন: জারি নিষেধাজ্ঞা, সকল দেশের পর্যটকদের জন্য বন্ধ হল ইন্দোনেশিয়ার দরজা

অজগরের মাংস খাওয়ার অনুমোদনের বিষয়ে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিউসি) ফ্লোরিডা স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কাজ করছে। এই মাংস খাবার যোগ্য কিনা তা নির্ধারণ করতে অজগরের শরীরে পারদের মাত্রা যাচাই করে দেখা হচ্ছে ল্যাবরেটরিতে।
আরও পড়ুন: নতুন বছরের শুরু থেকে ২১ শতাংশ মজুরি বাড়ছে তুরস্কের শ্রমিকদের
বার্মিজ অজগর মূলত দক্ষিণ ফ্লোরিডায় স্থানীয় বন্যপ্রাণিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এই অজগর অবশ্য ফ্লোরিডার স্থানীয় বন্যপ্রাণি নয়। ১৯৮০-এর দশকে এভারগ্লেডসে এগুলো প্রথম দেখা যায়। ধারণা করা হয় যে, কেউ চিড়িয়াখানা থেকে পালিত অজগর প্রকৃতিতে ছেড়ে দিয়েছিল। আর সেখান থেকেই বংশবৃদ্ধি করে আজ রীতিমতো বিপদে পরিণত হয়েছে।