বলিউডের মাদক মামলায় এবার নোটিস পেলেন বিবেক ওবেরয়ের স্ত্রী

Mysepik Webdesk: বলিউডের মাদক মামলায় ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন অভিনেতা বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভা। আর তারপরেই নিখোঁজ হয়ে যায় আদিত্য। সেকারণেই গত বৃহস্পতিবার আদিত্য আলভার খোঁজে বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাসভবনে তল্লাশি চালায় সিটি ক্রাইম ব্রাঞ্চ। এদিকে এবার ভাই আদিত্য আলভার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এবার নোটিস পাঠানো হয়েছে প্রিয়াঙ্কা আলভাকে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত কুমার শানু

প্রসঙ্গত, প্রথমে এই স্যান্ডালউড মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাগিণী দ্বিবেদীকে গ্রেফতার করে মুম্বই সিটি ক্রাইম ব্রাঞ্চ। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তিনিই ফাঁস করে দেন বিবেকের শ্যালক আদিত্য আলভার নাম। রাগিণীর দাবি, আদিত্য বাড়িতেই মাদকের আসর বসাতেন। শুধু তিনিই নন, বহু তারকাই সেই পার্টিতে অংশগ্রহণ করতেন।