এবার ভারতেও শুরু হল হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম

Mysepik Webdesk: অবশেষে ভারতে পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল হোয়াটসঅ্যাপ। এর ফলে সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করা সম্ভব হবে। গুগল পে, ফোন পে, মোবিকুইক, অ্যামাজন পে-র মতো একাধিক পেমেন্ট সিস্টেম এতদিন পর্যন্ত ভারতে চালু ছিল। সেগুলি ভারতে যথেষ্ট জনপ্রিয়ও বটে। তবে এই প্রথম ভারতে হোয়াটসঅ্যাপ এই ধরণের পেমেন্ট সিস্টেম চালু করল। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস -এই দুই প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই সুবিধা।
আরও পড়ুন: WHATSAPP -এ যুক্ত হল ‘স্টোরেজ ম্যানেজমেন্ট টুল’, বাঁচবে আপনার ফোনের স্টোরেজ
কিছুদিন আগে পর্যন্ত বিটা ভার্সন হিসেবে হোয়াটসঅ্যাপ পে পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপের বিটা ভার্শনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া গেলেও এবার এই অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India)। এই প্রসঙ্গে সংস্থার প্রধান মার্ক জুকারবার্গ জানান, “টাকার লেনদেন এখন মেসেজ করার মতোই সহজ। এর জন্য ফি বাবদ আলাদা করে কোনও টাকা দিতে হবে না। ১৪০-এরও বেশি ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপ পে যুক্ত রয়েছে ৷ এর মাধ্যমে পেমেন্ট যথেষ্ট সুরক্ষিত এবং এটি গ্রাহকদের গোপনীয়তাও বজায় রাখবে।