গ্রাম এবং কৃষকদের কথা মাথায় রেখেই এ বছরের বাজেট: প্রধানমন্ত্রী

Mysepik Webdesk: কৃষক আন্দোলনের চলাকালীন ২০২১-২২ অর্থবর্ষের বাজেট বানানো হয়েছে গ্রাম এবং কৃষকদের কথা মাথায় রেখেই, সোমবার একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বাজেটে কৃষকদের উপার্জন যাতে আরও বাড়ে, সেদিকেই লক্ষ্য রাখা হয়ছে।
আরও পড়ুন: যন্ত্রাংশের ওপর বাড়ছে শুল্ক, বাজেটে দাম বাড়তে চলেছে মোবাইল ফোনের
সোমবার দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “বিশেষজ্ঞদের ধারণা ছিল যে, কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাতে চলেছে। কিন্তু আমরা আসলে প্রো-অ্যাক্টিভ বাজেট করে দেখালাম। এই বাজেটে দেশবাসীর স্বাস্থ্যের মান আরও উন্নত হওয়ার পাশাপাশি সম্পদের পরিমান বৃদ্ধি পাবে। ভারতের সার্বিক উন্নয়ন হবে। পরিকাঠামোগত ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এই বাজেটে কৃষকদের উপার্জন বাড়ানোর ক্ষেত্রেই মূলত আরও বেশি করে ফোকাস করা হয়েছে। পরিকাঠামোর নতুন দিক খুলে গিয়ে জীবনযাপন আরও সহজ হয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এই বাজেট তৈরি হয়েছে। ভারতকে আত্ননির্ভর গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাসী করে তুলবে। এই বাজেটে একটা উন্নয়নের ধারণা পাওয়া গিয়েছে। দেশের তরুণদের জন্য সুযোগ বিকশিত হবে।”