পোস্টাল ভোট ছিনতাই নিয়ে অভিযোগ জানাতে লালবাজারে হাজির বিজেপির তিন সদস্য!

Mysepik Webdesk: এদিন লালবাজার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর সঙ্গে দেখা করলেন বিজেপির তিন সদস্যের একটি দল। বিজেপি সদস্যেদের অভিযোগ মূলত একজন ইন্সপেক্টর ও দু’জন সাব-ইন্সপেক্টর এর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভোটের সময় নাকি বিভিন্ন কারসাজি করে থাকেন। তারা মূলত পোস্টাল ভোট ছিনতাই নিয়ে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: কালীঘাটে নির্বাচন নিয়ে কোর কমিটির বৈঠক
তারা নাকি বিভিন্ন সিভিক পুলিশ ও অন্যান্য পুলিশ কর্মীদের কাছ থেকে ভোটার কার্ড ও এপিক কার্ড নিয়ে পোস্টাল ব্যালটে নানা কারসাজি করে থাকেন। এই বিষয়ে পুলিশ কমিশনারের কাছে তদন্ত করার কথা জানিয়েছেন তারা। পুলিশ কমিশনার সৌমেন মিত্র তাদের সে নিশ্চিন্ত করেছেন। আগামী বিধানসভা নির্বাচন যেন সুস্থভাবে হয় সেই বিষয়ে তারা পুলিশ কমিশনারকে জানিয়েছেন। সৌমেন মিত্র তাদেরকে আশ্বাস দিয়েছেন সবকিছু ঠিকঠাকই হবে।