বিজেপির ভোট প্রচারের সুবিধার্থে কেন্দ্র বাংলায় পাঠানো হচ্ছে তিনটি চপার

Mysepik Webdesk: সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। সেই ভোটের দিনক্ষণ ঘোষণা হবে আজই। এই পরিস্থিতিতে বিজেপি বাংলায় যে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, আর সেই কারণেই বাংলায় ভোট প্রচারের জন্য যাতে বিজেপি নেতা-নেত্রীদের কোনও অসুবিধা না হয়, তার জন্য কেন্দ্র থেকে তিনটি চপার আসছে বাংলায়। কারণ, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পৌঁছাতে অনেকটাই সময় লাগে। তার জন্য প্রচার কাজে যাতে কোনও অসুবিধা না হয়, অর্থাৎ বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সহজেই নেতা-নেত্রীরা দ্রুত পৌঁছে যেতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা।
আরও পড়ুন: তৃণমূলের সংহতি যাত্রায় উপস্থিত হয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের তীব্র নিন্দা করলেন শংকর সিংহ

নির্বাচনের আগে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দুই নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাংলায় নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া বিজেপি। সূত্রের খবর, খুব শীঘ্রই ওই তিনটি চপার রাজ্যে এসে পৌঁছাবে। দিল্লি থেকে সেগুলি রাজ্যে এসে পৌঁছাবে। একটি চপার বরাদ্দ করা হয়েছে দিলীপ ঘোষের ব্যবহারের জন্য। অন্য দুটি চপের ব্যবহার করবেন বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা।