জোকার বাড়ি থেকে উদ্ধার তিনটি ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়

Mysepik Webdesk: জোকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, সম্পর্কে তারা বাবা-মা ও ছেলে। জোকার পাত্রপাড়ার বাসিন্দা মৃত চন্দ্রব্রত মণ্ডল পেশায় রাজ্যের সরকারি কর্মচারি ছিলেন। তাঁর বয়স ৫৭। স্ত্রী মায়া রাণী মন্ডলের বয়স ৪৬ ও ছেলে সুপ্রিয় মণ্ডলের বয়স ২৬ বছর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চন্দ্রব্রত মণ্ডল সম্প্রতি বাজার থেকে প্রচুর টাকা ঋণ করেছিলেন। সেই ধার শোধ করতে না পারায় তিনি আত্মহত্যা করেন। তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: দ্বিতীয় হুগলী সেতুতে আর গাড়ি দাঁড় করিয়ে সেলফি নয়, সোজা যেতে হবে হাজতে
প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার সকালে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সন্দেহ হয় তাদের। তারপরেই তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তারা ঘরে ঢুকে চন্দ্রব্রত, তাঁর স্ত্রী মায়া ও ছেলে সুপ্রিয়র ঝুলন্ত দেহ দেখতে পান। তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই তিনজনের মোবাইলের কল লিস্ট।
আরও পড়ুন: ট্যাংরার রেশন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড