বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড, গ্রেফতার ১০

Mysepik Webdesk: সঠিক শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযান চলছে। এই অভিযানে অংশগ্রহণ করছে বামেদের ১০টি সংগঠন। বাম সমর্থকদের অভিযানের শুরুতেই আইন অমান্য করার অপরাধে দশজনকে গ্রেফতার করছে পুলিশ। আর এর ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ডোরিনা ক্রসিং এলাকায়। দুপুর ১২ টায় এদিনের নবান্ন অভিযান শুরু হয় কলেজ স্কোয়ার থেকে।

বামেদের অভিযান ঘিরে অশান্তি হতে পারে ভেবে আগে থেকেই প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশের ব্যবস্থা করা হয়। RFS, HRFS, র্যাফ, মহিলা র্যাফ, ২৫ টি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এছাড়াও নজরদারির জন্য ২৫টি জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। রাখা হয়েছে ড্রোনের ব্যবস্থাও। বিক্ষোভকারীদের আটকাতে রাখা হয়েছে জলকামানের ব্যবস্থাও।